জনপ্রশসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে এখন গ্রাম আর শহরের মধ্যে কোন পার্থক্য নেই। গ্রামকে শহরে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রান্তিক জনপদের মানুষ এখন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিশে^র সাথে যোগাযোগ করতে পারছে।
আজ রোববার মেহেরপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত স্থানীয় সরকার দিবস উপলক্ষে সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ। প্রতিমন্ত্রী মেলা উদ্বোধন শেষে বিভিন্ন দপ্তরের ২৪টি স্টল পরিদর্শন করেন।