রাজধানীতে নীলক্ষেতে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে। আজ বুধবার বেলা সাড়ে নটার সময় দফা নিয়ে অবস্থান শুরু করেন তারা।
নিরাপদ সড়ক নিশ্চিতসহ ছয় দফা দাবিতে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল উদ্দেশ্য যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। নীলক্ষেতে রাজস্থান শুরু করে শিক্ষার্থীরা।
পুলিশ পক্ষ থেকে বলা হয় স্মারকলিপি নিয়ে প্রধান কার্যালয় থেকে দেওয়া যাবে না। পুলিশ স্মারকলিপি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে যাচ্ছে। এদিকে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান স্মারকলিপি নেতাদের যেতে দিতে হবে। না হলে তো আরো রাস্তা থেকে উঠবে না।