রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ অবস্থায় ভুক্তভোগী রুহুল আমিন তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
শুক্রবার সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রহিমপুর গ্রামের হাশেম মিয়ার ছেলে হেলাল মিয়ার নিকট থেকে ভুক্তভোগী রুহুল আমিন বিরানী দোকানের বকেয়া বাবদ ১২হাজার টাকা, ব্যানার প্রিন্টের বকেয়া বাবদ ১৭ হাজার টাকা ও হাওলাত বাবদ ২০ হাজার টাকা সহ সর্বমোট ৪৯ হাজার টাকা পায়। সেই টাকা হেলাল মিয়া গত ছয় মাস ধরে দিবো দিচ্ছি করে ঘুরাতে থাকে। শুক্রবার সকালে রুহুল আমিন সেই পাওনা টাকার কথা হেলাল মিয়ার বাবা হাশেম মিয়ার নিকট বললে হাশেম মিয়া রুহুল আমিনকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। রুহুল আমিন প্রতিবাদ করলে হাশেম মিয়া ও তার ছেলে সোহাগ মিয়াসহ কয়েকজন মিলে এলোপাথারী কিল, ঘুষি, মারা শুরু করে। পরে আশপাশের লোকজন আসিয়া রুহুল আমিনকে রক্ষা করে।
এর কিছুক্ষণ পর হাশেম মিয়া, তার ছেলে হেলাল মিয়া ও সোহাগ মিয়া, শরিফ মিয়া, সাঈদ সহ আরো লোকজন লোহার রড, দা, সাবল, গ্যাস পাইপসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রুহুল আমিনের বাড়ীতে গিয়ে বসত বাড়ীর দরজা, জানালা, ভাংচুর করে ও মেরে ফেলার হুমকি দিয়ে আসে। এ ঘটনার পর রুহুল আমিন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা যায়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।