কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান ভূইঁয়ার ইন্দনে সাবেক মেম্বার ও আওয়ামীলীগ সমর্থক খোকন এবং বতর্মান ৪নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামীলীগ সমর্থক রুবেল এবং তাদের সমর্থিত লোকজন গত ৭ই নভেম্বর একই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মোমেনীর লোকদের উপর সকাল ১০ ঘটিকার দিকে অতর্কিত হামলা চালালে এতে অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৪জন কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষে শাহজাহান মোমেনীর পক্ষের ১০ থেকে ১২ জন ও সাবেক মেম্বার খোকনের পক্ষের ৭ থেকে ৮ জন আহত হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান ভূইঁয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায় শাহজাহান মোমেনীর পক্ষের তফসির নামে এক কিশোর কে আশংকাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ চরপাড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
এলাকা সূত্রে জানা যায়, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে সাবেক মেম্বার খোকন মিয়া ও তার ভাই সুজন, তার আত্মীয়-স্বজন ও দলীয় লোকেরা শাহজাহান মোমেনীর লোকদের উপর হামলা ও অসংখ্য মিথ্যা মামলা করেছিল।
তথ্য সূত্রে আরো জানা-যায় যে, গত ৬ই নভেম্বর দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান জালালাবাদী হুজুর ওই এলাকার শাহজাহান মোমেনী ও তার ভাই মাওলানা শেরজাহান মোমেনী ও তাদের বিপরীত পক্ষের খোকন মেম্বারের দলের কান্দাপাড়ার কিছু লোককে ডেকে এনে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে আপোষ মিমাংসার চেষ্টা চালায়, অতঃপর উভয় পক্ষ কোলাকুলি করে মিষ্টিমুখ করে।
ঘাগড়া গ্রামের বাজারহাটীর মাহাবুল বলেন, গত ৬ই নভেম্বর দিবাগত রাতে আপোষ মিমাংসাকে ভেঙ্গে দেওয়ার উদ্দেশ্যে সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান ভূইঁয়া ও সাবেক মেম্বার খোকন তাদের দলীয় লোকদের কে দিয়ে এই হামলাটি চালায়, তিনি আরো বলেন, আগামী ১০ই নভেম্বর খোকন মেম্বার ও তার দলের বাকি সকল সদস্যেরও আপোষ মিমাংসায় বসার কথা ছিল।
এলাকা সূত্রে আরো জানা-যায়, ঘটনার দিন ভিন্ন একটি মামলার হাজিরা দেয়ার জন্য শাহজাহান মোমেনী ও তার পরিবারের সকল সদস্যগণ কিশোরগঞ্জ জেলা জজকোর্টে উপস্থিত ছিলেন।