মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএসইসি’র নতুন সভাপতি ডিবিসি’র মুক্তাদির অনিক ডিএসইসি’র সাধারণ সম্পাদক বাংলাদেশের আলো’র জাওহার ইকবাল খান ডিএসইসি’র সাংগঠনিক সম্পাদক দৈনিক উত্তরদক্ষিণে’র শহীদ রানা ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন পটুয়াখালীর মির্জাগঞ্জে গাঁজাসহ ২ যুবক গ্রেফতার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যলাইন বিতরণ ডিএসইসি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইজিং বিডির আরিফ আহমেদ কিশোরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি অনুষ্ঠিত কিশোরগঞ্জের হাওরে কৃষকদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শরবত ও ঠান্ডা পানি বিতরণ ডিএসইসি’র সভাপতি অনিক সম্পাদক জাওহার ইকবাল

সাপ্তাহিক ছুটি কমিয়ে দিলেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৫৮৬২ বার পঠিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ (ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাপ্তাহিক ছুটি কমিয়ে দিয়েছেন। এখন থেকে দেশটিতে সরকারি অফিস সপ্তাহে ছয়দিন খোলা থাকবে। আগে পাকিস্তানের সরকারি অফিসের সাপ্তাহিক ছুটি ছিল দুদিন।

এ ছাড়া এখন থেকে সরকারি অফিসের কার্যক্রম সকাল ৮টায় শুরু হবে। আগে এটি ছিল সকাল ১০টায়। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের খবরে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে (জাতীয় পরিষদ) দেওয়া প্রথম ভাষণে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দেন শাহবাজ। এর আগে এটি ১৫ হাজার রুপি ছিল।

সোমবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ১ এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলেও জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী।

এ ছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ পবিত্র রমজান মাসে সস্তায় বাজারে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রমজানে বাজারগুলোতে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

এর আগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতা হারানোর পর সোমবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

শাহবাজ শরিফ ইমরান সরকার বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদিও তাঁর নির্বাচনের সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াক আউট করেন।

শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কুরেশি। কিন্তু তাঁর দল ওয়াক আউট করায় তিনি কোনো ভোট পাননি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..