রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুরাদনগরে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে ’দুর্বার প্রজন্মের’ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি হিন্দু সম্প্রদায়ের রাতের অন্ধকারে ঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস ও মতবিনিময় সভা মুরাদনগরে মাটিখেকোদের বিরুদ্ধে রাতের আঁধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বরিশাইল্লা বউ : লুৎফুন্নেসা রহমান

বেতাগীতে স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৬১৫৮ বার পঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ, মিছিল ও অফিস কক্ষে তালা লাগিয়ে তাঁকে অবরুদ্ধের ঘটনা তদন্তে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিহাব উদ্দিন এবং কমিটির অন্য দুই সদস্য গতকাল সোমবার সকালে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তারা এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফ, নার্স, কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় তদন্ত কমিটির সদস্য ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের এবং বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু উপস্থিত ছিলেন।

গত ১৬ মে বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৭ জন স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের এক সপ্তাহ পর ২৪ মে স্বাস্থ্য কর্মকর্তার অপসারনের দাবিতে কর্মবিরতি পালন করে তারা। কিন্তু এরপরেও স্বাস্থ্য কর্মকর্তা অপসরণ না হওয়ায় গত রবিবার (১২ জুন) স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর অফিসে তালা লাগিয়ে তাঁকে অবরুদ্ধ করে।

একপর্যায়ে স্থানীয় প্রশশাসন ও জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তদন্ত কমিটির প্রধধান ও ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিহাব উদ্দিন বলেন, বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আমরা ঘটনার তদন্তে এসেছি। তবে তদন্ত শেষ না হলে এ বিষয়ে কোন মন্তব্য করা যাবেনা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..