আসন্ন ২০ নং ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম রিজন।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
সভার সিদ্ধান্ত অনু্যায়ী ভোলার চরফ্যাশন উপজেলায় আসলামপুর ইউনিয়নে মো: নুরে আলম এবং ওমরপুর ইউনিয়নে মো: রিয়াজুল ইসলাম রিজনকে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: রিয়াজুল ইসলাম রিজন মিয়া ১৯৮০ সালে চরফ্যাশন উপজেলার বৃহত্তম আসলামপুর (বর্তমান ওমরপুর) ইউনিয়নের আলীগাঁও গ্রামের ঐতিহ্যবাহী ফজলে রহমান মিয়া বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাহার দাদা আঃ রব মিয়া তৎকালীন চরফ্যাশনের বৃহত্তর ৬ টি ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন।
রিয়াজুল ইসলাম রিজন মিয়া স্কুল জীবনে স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাথে রাজনীতি করেছেন। ওয়ার্ড যুবলীগের রাজনীতির সাথেও তার সম্পৃক্ততা ছিলো। ২০১১ সালে ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে জননেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি মহোদয় তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে আহ্বায়ক কমিটিতে তিনি দীর্ঘদিন যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৯ সালের সম্মেলনে জননেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি মহোদয় তাহাকে পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। ২০২১ সাল পর্যন্ত দক্ষতার সাথে তিনি সেই দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারনে কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। সুস্থ হয়েই তিনি আবারও রাজনীতির মাঠে ফিরে এসেছেন।
ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের এক হাজার ৭টি ইউপিতে ভোট হবে। এদিন ১০ পৌরসভায়ও ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর। ১০০৭ টি ইউপির মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।