গরম থেকে দীর্ঘ মেয়াদে রক্ষা পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন। মঙ্গলবার সকালে ডিএনসিসি এলাকায় দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
বুশরা আফরিন বলেন, আমাদের পরিকল্পনায় অনেক কিছুই আছে। পরিকল্পনাগুলো এখনো সেভাবে রিলিজ করা হয়নি। রাস্তায় রাস্তায় কুল জোন স্থাপনের চেষ্টা চলছে। বড় গাছ কাটা যাবে না। গাছগুলোকে ভালোবাসতে হবে।
এ কর্মসূচিতে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে।