আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

তাড়াইলে কৃষকহত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

কিশোরগঞ্জেরতাড়াইলে কৃষক হারেছ মিয়া (৬০)হত্যা ঘটনায় এজহার দায়েরের ৩ ঘন্টার মধ্যেই ৩ জন আসামীকে গ্রেফতার করেছে তাড়াইলথানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। রহিছ (৩৪), পিতা- মৃত সিদ্দিক, ২। মো. নজরুল মিয়া (৫২), পিতা-মৃত কালা চান, ৩। খুর্শিদ (৩৮), পিতা- মৃত রহমান, সর্ব সাং- উত্তর ধলা, উপজেলা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ।

তাড়াইলথানা সূত্রে জানা যায়,শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত৮টা ৩০ মিনিটে উপজেলারধলা ইউনিয়নের উত্তর ধলা এলাকাথেকে হারেছ মিয়া নামেমুখে গামছা পেছানো একজন কৃষকের লাশ উদ্ধার করা হয়।ওই ঘটনায় নিহত হারেছ মিয়ার ছেলেবাদী হয়ে তাড়াইল থানায় গত ২৩ (সেপ্টেম্বর) শনিবার রাত ১০ টায় ২৪ জনকে আসামী করে একটিমামলা দায়ের করেন। মামলার জিআর নং-১০২, ধারা- ৩০২/৩৪।

তাড়াইলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলীআরিফ ঘটনার সত্যতা নিশ্চিতকরে জানান, আমরা শুক্রবার রাতেই মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল৯টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিকসদর হাসপাতালে প্রেরণ করি। এ বিষয়ে নিহতের ছেলে বাদী হয়ে রাত সাড়ে ১০ টায় তাড়াইলথানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার ৩ ঘন্টার মধ্যে অর্থাৎ রাত ১.৩০ মিনিটেঅত্র থানাধীন ধলা ইউনিয়নের তেউরিয়া কলুমার শেষ সীমানা হইতে আমরা ৩ জন আসামীকে  গ্রেফতার করি এবং আজ (২৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জজেলা জজ আদালতে প্রেরণ করি। বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহতআছে।