রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে : ইসি আহসান হাবিব জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের মেধা বিকাশে মুখস্ত শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে তীব্র দাবদাহে ইসলামী যুব আন্দোলনের হাতপাখা বিতরণ দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হতে হবে : বিচারপতি নিজামুল হক গলাচিপা ও দশমিনায় প্রকাশ্যে নিধন হচ্ছে রেনু পোনা,কথা বলতে নারাজ কর্তৃপক্ষ ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ বেলা অবেলা : স্বপ্না রহমান ডিএসইসি’র নতুন সভাপতি ডিবিসি’র মুক্তাদির অনিক

ডিএসইসি’র নতুন সভাপতি ডিবিসি’র মুক্তাদির অনিক

মোঃ আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৫৭৫৫ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান সজীব:

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাবএডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে ডিবিসি নিউজ চ্যানেলের যুগ্ন বার্তা সম্পাদক মুক্তাদির অনিক সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে (৩০ এপ্রিল) এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, ওই দিন সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আলী ইমাম সুমন ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনির আহমেদ জারিফ ৫০৭ ভোট ও কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।

এছাড়া দফতর সম্পাদক পদে জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা নাজনীন ফ্লোরা বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন ও মোহাম্মদ আবু ইউসুফ।

ডিএসইসি’র নবনির্বাচিত সভাপতি মুক্তাদির অনিক সকল সম্মানিত ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, পাশাপাশি তিনি সংগঠনকে আরো শক্তিশালী ও বেগবান করতে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..