দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে অসহযোগ আন্দোলনে গণজোয়ারে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছেড়ে যাওয়ার খবর সারাদেশে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে পড়ে মানিকগঞ্জের হরিরামপুরের বিভিন্ন এলাকা। এতে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিজয় উল্লাস করে। এতে উপজেলার বিভিন্ন আনন্দমুখর পরিবেশ মিষ্টি বিতরণ করেন।
৫ আগষ্ট (সোমবার) বেলা তিনটার দিক থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
উপজেলার ঝিটকা বাজারে বিভিন্ন ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন স্থান পদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামচুল আলম খান মিশুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. শফিক বিশ্বাস, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন খান মুঞ্জু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হিপু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সায়মুন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. বাদশা গায়ানসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।