রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমান গাঁজা ও বিদেশি মদসহ মো: ফোরকান মিয়া(৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর ০৫টায় বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের তার নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারী মো: ফোরকান মিয়া(৫৫), সে বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ গ্রামের মোঃ মৃত সাত্তার ফকিরের ছেলে। একই গ্রামের পলাতক আসামি উজ্জ্বল মিয়া(২৭) নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি একটি মাদকের চালান কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বহন করে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ০৫টায় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাদকদ্রব্য উদ্ধার করতে হায়দরাবাদ গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশী চালিয়ে চেয়ারম্যান বাড়ি নামক স্থান থেকে ৩৫ কেজি গাঁজা ও ৯ লিটার বিদেশি মদসহ ফোরকানকে আটক করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন আল মাহমুদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই জনকে আসামি করে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে উজ্জ্বল(২৭) নামে এক আসামি কৌশলে পালিয়ে যায়। বুধবার দুপুরে আটককৃত আসামি ফোরকানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানান।