দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ধরনে সংক্রমণের হার আগের ধরনের তুলনায় দ্বিগুণের বেশি। তবে করোনার আগের তিন ঢেউয়ের তুলনায় এবারের উপসর্গগুলো হালকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে ওমিক্রনের নিশ্চিত সংক্রমণের মধ্যে আফ্রিকায় শনাক্ত হয়েছে ৪৬ শতাংশ। বিশ্বের ৬০টি দেশে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। সাম্প্রতিক সংক্রমণগুলোর মধ্যে রয়েছে ডেল্টা ও ওমিক্রন। রোগীদের নিবিড় পরিচর্যায় (আইসিইউ) পাঠানোর সংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় বেশ কম।
নেটকেয়ার-সংশ্লিষ্ট রিচার্ড ফ্রাইডল্যান্ড বলেন, হাসপাতালগুলোতে ব্যক্তিগতভাবে দেখেছি, রোগীদের উপসর্গ করোনার আগের তিন ঢেউয়ের সময়ের উপসর্গ থেকে অনেক হালকা। আমাদের হাসপাতালগুলোর মোটামুটি ৯০ শতাংশ রোগীর কোনো অক্সিজেন থেরাপির প্রয়োজন হচ্ছে না।