ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটির আবহাওয়া বিভাগ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে এ কথা জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে ভিূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মওমেরে শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মাটির ১৮.৫ কিলোমিটার অভ্যন্তরে। ভূমিকম্পের কারণে উপকূলের ১০০০ কিলোমিটার জুড়ে বিপজ্জনক ঢেউ তৈরির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু, এবং ভূ-পদার্থিক সংস্থার প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী জানান, ভূমিকম্পের পর ১৫টি ভূকম্পণ অনুভূত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূকম্পণের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
তিনি বলেন, উত্তর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত সময়ের মধ্যে উচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ সেকেন্ডের বেশি ভূকম্পণ অনুভূত হলেই কেবল তারা সরে যাবেন। মওমের শহরে ৯০ হাজার মানুষ বসবাস করেন।
জাপানের মেট্রোলোজিক্যাল সেন্টার জানায়, তাদের উপকূলীয় এলাকায় সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সূত্র: দ্য জাপান টাইমস, সিএনএন।