কুড়িগ্রাম (জেলা) প্রতিনিধি , আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

রৌমারীতে নিবার্চন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ নিবার্চনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো.হাবিবুর রহমান (হাবিল) নিবার্চন থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার দুপুরে রৌমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার এ সিদ্ধান্ত জানান। এ সময় তিনি তার লিখিত বক্ত্যবে বলেন, আসন্ন শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয়পার্টি থেকে তিনি মনোনয়ন পাই।

কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থ্যতার কারণে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সাথে আমার সমর্থক, সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে জাতীয়পার্টির সমর্থক ও সকল নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে আরো শক্তিশালী ও বেগবান করতে চাই।

এ সময় শৌলমারী ইউনিয়ন জাতীয়পার্টির নেতাকর্মী সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে রৌমারীতে তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হইবে।