সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু হয়। নিহত আবদুস সালাম (৫৪)। তিনি গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের মৃত মখলিস মিয়ার ছেলে।
রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রাত ৮টার দিকে ইউনিয়নের ফতেহপুরে এ সংঘর্ষ শুরু হয়।
এসময় মাইকিং করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াতে গ্রামবাসীকে বলা হয়। তারা সিলেট-জকিগঞ্জ সড়কও অবরোধ করে রাখে।
আবদুস সালামের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের ওসমানী হাসপাতাল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জনি চৌধুরী। তিনি জানান, লাশ ময়নাতন্ত করা হবে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Print [1]