রাঙামাটি প্রতিনিধি , আপলোডের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’দলের দু’জন নিহত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দুকিলো নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গণতান্ত্রিক ইউপিডিএফের সশস্ত্র সদস্য জানং চাকমা (৩৮)। তবে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য এ ঘটনায় নিহত হলেও তার নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন মো. মনু নামের এক যুবক। তার পায়ে দু’টি গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দুকিলো এলাকায় দোকানে বসে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা চা পান করছিলেন। এ সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের দু’জন ঘটনাস্থলে মারা যান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।