আন্তর্জাতিক ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভারতে করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে, ২১ শতাংশ বেড়ে আক্রান্ত দেড় হাজার ছাড়াল

গত নভেম্বরের শেষের দিকে নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ভারতে প্রথম শনাক্ত হয়। আজ রোববার পর্যন্ত এ সংখ্যা এক হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভারতজুড়ে করোনার সংক্রমণ ২১ শতাংশ বেড়েছে বলে দেশটির সরকারি হিসাবে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে করোনার বৃদ্ধিতে পর্যুদস্ত মহারাষ্ট্র এবং দিল্লি। এক দিনে ভারতজুড়ে ২৭ হাজার ৫৫৩ জনের করোনা ধরা পড়েছে এবং অন্তত ২৮৪ জন করোনায় মারা গেছে।

এ পর্যন্ত ভারতের ২৩টি রাজ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়া ওমিক্রন শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রে ৪৬০ জন এবং দিল্লিতে ৩৫১ জন ওমিক্রন আক্রান্ত রোগী রয়েছে।

তবে ভালো খবর হচ্ছে, ওমিক্রনে আক্রান্ত দেড় হাজারের মধ্যে প্রায় ৫৬০ জন সুস্থ হয়েছে।