এক ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় এলাকায় ব্যাপক ভাইরাল হয়েছে নৌকার প্রার্থী তাপস ব্যানার্জি, এছাড়াও টক অব দ্য কেন্দুয়ায় পরিণত হয়েছে কান্দিউড়া ইউপি নির্বাচন!
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র এক ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুল হক।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৪৮৫ ভোট। আর হেরে যাওয়া নৌকার প্রার্থী তাপস ব্যানার্জি পেয়েছেন ৩ হাজার ৪৮৪ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান গত ৫ জানুয়ারি নির্বাচনের দিন রাতেই এই ফল ঘোষণা করেছেন।
স্বতন্ত্র ওই বিজয়ী প্রার্থী মাহবুবুল হকের বাড়ি কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুশা গ্রামে নৌকার পরাজিত প্রার্থী তেতুলিয়া গ্রামে তাপস ব্যানার্জি।