আন্তর্জাতিক ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

প্রথম নারী বিচারপতি পাকিস্তানের সর্বোচ্চ আদালতে

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম বারের মতো একজন নারী বিচারপতি নিয়োগ পাচ্ছেন।দেশটির জুডিশিয়াল কমিশন আয়েশা মালিককে বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের জুডিশিয়াল কমিশন ৫৫ বছর বয়সে আয়েশা মালিককে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন। ১৯৪৭ সালে স্বাধীনতার পর আয়েশা মালিক প্রথম নারী বিচারক হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাচ্ছেন।

অনেক আইনজীবী ও বিচারক এই নিয়োগ বিরোধিতা করেছেন। তাদের দাবি, বিধি লংঘন করে আয়েশাকে নিয়োগ দেয়া হয়ে।

ইসলামাবাদের আইনজীবী এবং অধিকার কর্মী ইমাম মাঝারি হাজির বলেন ,বিচারক হিসেবে আয়েশা মালিকের যোগ্যতা নিয়ে কখনোই কোন প্রশ্ন ছিল না। প্রশ্নবিদ্ধ হয়েছে পাকিস্তানের জুডিশিয়াল কমিশন।

কয়েকজন আইনজীবী এ নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট যাওয়া এবং আদালতের কার্যক্রম বয়কটের হুমকি দিয়েছেন। অনেকদিন ধরে নারীদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে বিতর্ক রয়েছে পাকিস্তান। সর্বোচ্চ আদালতের নারী বিচারক নিয়োগ নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে।