বিনোদন ডেস্ক:
ফের বাংলাদেশের গানে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। সংগীতশিল্পী আনিকার কণ্ঠে ‘পালাবি কোথায়’ শিরোনামের গানচিত্রে দেখা যাবে তাঁকে। তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস।
অন্যদিকে ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। মুম্বাইয়ে গানটির চিত্রধারণ হয়। ২৬ জুলাই প্রকাশিত হয় গানটির ফার্স্টলুক টিজার।
দারুণ উচ্ছ্বসিত আনিকা বলেন, ‘গানটি আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশান। ইনশা আল্লাহ আমার গানটা সবার ভালো লাগবে, এমন প্রত্যাশা করছি।’
এর আগে নারগিস ফাখরি উপস্থিত হয়েছিলেন লুইপা ও শামিমের কণ্ঠে ‘মনেরই খবর’ গানে। খুব শিগগিরই ‘পালাবি কোথায়’ গানটিও মুক্তি পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।