রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের লিমান শহর থেকে সৈন্য প্রত্যাহার করেছে দেশটি। এর আগে ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেরি চেরেভাতির দাবির বরাতে বিট্রিশ গণমাধ্যম বিবিসি জানায়, রুশ সেনাদের একটি বড় অংশ ইউক্রেনের বাহিনী ঘিরে ফেলে। সেই সঙ্গে শহরটির চারপাশের বসতিগুলো পুনরুদ্ধার করে। এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানান, হাজার হাজার সৈন্য শহরে ঘিরে ফেলার আশঙ্কার মধ্যে পশ্চাদপসরণ করেছে রুশ সেনারা।
লিমানকে পুনরুদ্ধার ইউক্রেনের জন্য কৌশলগত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, সৈন্য প্রত্যাহারকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ধাক্কা হিসাবে দেখা হচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর একজন উপদেষ্টা বিবিসিকে বলেছেন, লিমানের আশপাশ উদ্ধার ‘উল্লেখযোগ্য সাফল্য’।
এর আগে ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেরি চেরেভাতি বলেন, ‘আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, লিমান শহরে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুশ সেনা ছিল। কিন্তু, ইউক্রেনের বাহিনীর অভিযানে অনেক রুশ সেনা হতাহত হওয়ায় এ সংখ্যা এখন কমে এসেছে।’
সেরি চেরেভাতি আরও বলেন, ‘রুশ সেনাদের সাফল্য অর্জনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।’