কুমিল্লার মুরাদনগর উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় ৭শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনে বাঙ্গরা বাজার থানা যুবলীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহব্বায়ক নাঈম খাঁন এর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক আব্দুল্লাহ নজরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাঈল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি’র চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান।
এসময় অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য মিয়া মাসুম, হাজী সাগর, রহিম পারভেজ প্রমুখ।