নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

আর্টলিট সেরা বই পুরস্কার পেলেন মাহবুব নাহিদ

‘আর্টলিট সেরা বই পুরস্কার-২০২৩’ পেলেন তরুণ কথাসাহিত্যিক মাহবুব নাহিদ। ‘প্রেম যমুনার মাতাল হাওয়া’ উপন্যাস লেখার জন্য তিনি এ পুরস্কার অর্জন করেছেন।

বুধবার (২২ মার্চ) বেলা ১২টায় রাজধানীর কাঠালবাগানের বর্নালী স্টুডিওতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহবুব নাহিদ বলেন, ‘পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আপাতদৃষ্টিতে পুরস্কারের চেয়ে বড় স্বীকৃতি আর কী হতে পারে।

মাহবুব নাহিদ কৃষিতে অনার্স, মাস্টার্স, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। কীর্তনখোলা পাড়ের জেলা বরিশালে বেড়ে উঠেছেন তিনি। ছোটোবেলা থেকেই চঞ্চল আর ডানপিটে ছিলেন। পড়াশোনার চেয়ে সৃজনশীল কাজগুলোই তার মাথায় ঘুরপাক খেতো বেশি। ষষ্ঠ শ্রেণিতে থাকতে আবৃত্তি করে অবাক করে দিয়েছিলেন বরিশালের শহীদ মিনারের সবাইকে। দশম শ্রেনিতে থাকতেই তার রচনা, পরিচালনায় হয়েছে মঞ্চ নাটক।