মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আর্থিক খাতে সংস্কার অব্যাহত থাকবে : সালেহউদ্দিন এডিবি’র কাছ থেকে বাংলাদেশ সহায়তা হিসেবে ৯০ কোটি ডলার পাবে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বীরত্বগাঁথা আলোকচিত্র প্রদর্শন একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের কাঠামোগত সংস্কারে সহায়তা করতে আগ্রহী এডিবি প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যা হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা জুলাই গণহত্যায় ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন বিএনপির : মির্জা ফখরুল

পটুয়াখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সোয়েবের ইশতেহার ঘোষণা 

মনজুর মোর্শেদ তুহিন ( পটুয়াখালী প্রতিনিধি) :
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৫৮০৬ বার পঠিত

পটুয়াখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সোয়েবের ইশতেহার ঘোষণা

মনজুর মোর্শেদ তুহিন: পটুয়াখালী।:

পটুয়াখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণার শেষ মুহূর্তে এসে নির্বাচনী ইসতেহার ঘোষনা করলেন ঘোরা মার্কার প্রতিকের রেজাউল করিম সোয়েব। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার ২ হেভি ওয়েট জনপ্রতিনিধি পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

২৫শে মে (শনিবার) দুপুরে শহরস্ত মল্লিকা রেস্তোরার হল রুমে ইশতেহার ঘোষণা করেন। পটুয়াখালী বাসির সকলকে শুভেচ্ছা জানিয়ে পাঠ করা নির্বাচনী ইশতিহারে রেজাউল করিম সোয়েব বলেন, সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন ধারায় উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করব, গণশুনানীর মাধ্যমে উপজেলার সকল প্রকল্প চিহ্নিত করণ এবং বাস্তবায়ন অগ্রধিকার নির্ধারণ করব, প্রকল্প গ্রহণে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ, পৌরসভা সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি/বেসরকারি সকল বিভাগের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব, উপজেলা পরিষদের আওতাধীন হাট-বাজার, খেয়া ও অন্যান্য ইজারার ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উত্থাপিত করব, প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের জন্য প্রকৃত কৃষক বাছাই করতে গ্রাম পর্যায়ে কৃষক বৈঠকের আয়োজন ও সামাজিক পর্যলোচনার মাধ্যমে প্রকৃত কৃষক বাছাইয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, আন্ত: ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ করে সড়কের উভয় পার্শে পরিকল্পিত বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ন করব, গ্রাম পর্যায়ে সুপেয় পানি সরবরাহে ঘাটতি রয়েছে এইরূপ এলকায় পর্যাপ্ত পরিমান গভীর নলকূপ স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব, মাদকাসক্তি নির্মূলে খেলাধুলাকে উৎসাহিত করতে যুব-তরুণদের সকল ধরণের সহযোগিতা প্রদান করব, ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করব, সরকার প্রদত্ত সকল প্রকার সহায়তা শতভাগ স্বচ্ছতার সাথে প্রাপ্যজনের নিকট পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করব, সকল ধর্মাবলম্বীদের উপাসনালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করব, কর্মমুখী উদ্যোক্তা নারীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখব, প্রান্তিক পর্যায়ের সকল সমবায় সমিতি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জনকল্যাণকর কাজে সহযোগিতা প্রদান করব, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের সকল উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা প্রদান করব, উপজেলা পরিষদ কার্যক্রমে প্রভাব বিস্তাকারী দালাল চক্রকে নিবৃত করে সম্পূর্ণ গণমুখী কল্যাণকর ধারা বাস্তবায়ন করব।

এরপর আগামী ২৯ শে মে পটুয়াখালী সদর উপজেলার সকল ভোটারদেরকে নিশ্চিন্তে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ঘোড়া মার্কার প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..