মির্জাগঞ্জ উপজেলার বরিশাল বাকেরগঞ্জ, বরগুনা মহাসড়কের সুবিদখালী এলাকার উপজেলা পরিষদ থেকে সুবিদ খালির বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা,অতিবৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত খানা,খন্দ হয়ে গেছে, একটু বৃষ্টি হলে রাস্তার উপরে পানিতে ডুবে থাকে, পানি নিষ্কাশনের নেই কোন ড্রেনেজ ব্যবস্থা, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, বরিশাল, বরগুনার বাস, মিনি বাস, ট্রাক, এম্বুলেন্স, পিকআপসহ বিভিন্ন ছোট, বড় হাজার হাজার যানবাহন চলাচল করে।
এই মহাসড়কটি দিয়ে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মির্জাগঞ্জ উপজেলা পরিষদ,মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে এই মহাসড়কটি। এছাড়াও সুবিদখালী সরকারি কলেজ,সুবিদ খালি সরকারি র,ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সুবিদখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই মহাসড়কটি দিয়ে চলাচল করে, এই মহাসড়কটি দিয়েই মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে আসা-যাওয়া করতে হয়।
তাছাড়া বরগুনা জেলা ও মির্জাগঞ্জ উপজেলার জনগণের উন্নত চিকিৎসার জন্য বরিশালে যোগাযোগের একমাত্র মাধ্যম এই মহাসড়কটি।
এই মহাসড়কটি খানা,খন্দ, গর্ত এবং পানিতে ডুবে থাকার কারণে এবং বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট, বড় দুর্ঘটনা।
এতে জনগণ এবং ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে । দ্রুত এই মহাসড়কটি সংস্কারের দাবি করেছে স্থানীয় জনগণ।