পটুয়াখালী মির্জাগঞ্জে গ্যাস, চাল, ডাল, সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলায় ইউনিয়ন বিএনপির অবস্থান ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ই এপ্রিল ২০২৩ রোজ বুধবার মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে বিএনপির অবস্থান ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দেউলী সুবিদখালী ইউনিয়নে বরিশাল বরগুনা মহাসড়কে চরখালি বাজারে ৪ টা ৩০ মিনিটের সময় বিএনপির অবস্থান ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেউলী সুবিদখালী ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন খান ফারুক মাস্টারের সভাপতিত্বে বিএনপির অবস্থান ধর্মঘট কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন হবে না, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, বিএনপি নির্বাচনমুখী দল, তারা নির্বাচন অংশগ্রহণ করবে, সেটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, অন্যথায় কোন নির্বাচন হতে দেওয়া হবে না, তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীতে জনগণ দিশেহারা হয়ে গেছে, এ সময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ মুন্সি, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য, গোলাম ফারুক মুন্সি, বিএনপি নেতা আইয়ুব খান, মির্জাগঞ্জ মহিলা দল সভানেত্রী রাশিদা খানম মঞ্জু, মির্জাগঞ্জ যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুবদলের যুগ্ন আহবায়ক বাবুল মুন্সি, সুজন হাওলাদার, সৌরভ মুন্সী সহ দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেউলী সুবিদখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আওলাদ হোসেন।
এছাড়াও মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন, মির্জাগঞ্জ ইউনিয়ন, আমড়াগাছিয়া ইউনিয়ন, কাকড়াবুনিয়া ইউনিয়ন, মজিদ বারিয়া ইউনিয়নে বিএনপির অবস্থান ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।