মানিকগঞ্জের হরিরামপুরের রামকৃষ্ণপুর, কাঞ্চনপুর ও গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১মে) দুপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মজমপাড়া ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে। এ রাস্তায় রিক্সাও চলতো না। বিদ্যুৎ আসছে, নদী ভাঙন রোধ করা হচ্ছে। শত শত কোটি টাকার কাজ করছি, একটা টাকাও খাইনাই। সচ্ছতার সাথে ৫০ বছরে কেউ কাজ করিনি। রিতার বাড়ি হরিরামপুর হলেও কাজ করেনি, দরদ ছিলনা, কাজ তো আমি আমরা করেছি। তাই দরদও আমার বেশি। আমি সিংগাইরের আগে হরিরামপুরে শতভাগ বিদ্যুৎ এর ব্যবস্থা করেছি।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনের উদ্বোধনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেট।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা উত্তর বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আসমান হোসেন, রোজিনা আক্তার রিমা, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জার রাজা, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি ও আহ্বায়ক কমিটির সদস্য জাফর ইকবাল বিপুল প্রমূখ।
গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মজিবর রহমান সেন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা ও মোঃ কামাল হোসেন। রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া মেম্বারের সঞ্চালনায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।