‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী সদর উপজেলাধীন মৌকরণ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের সামনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার সময় পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে আসা সকলের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, ১৪ নং মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক গ্রহনের ফলে জীবন, চরিত্র, সময়, পরিবার, সমাজ ধ্বংস হয়ে যায়। সেই সাথে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশ। এছাড়াও, মাদকাসক্ত ও মাদককারবারীদের তালিকা স্থানীয় চেয়ারম্যান, থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করেন।
সভায় মৌকরণ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় জনগণ, ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এবং গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Print [1]