আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

তাড়াইলে ছাত্র আন্দোলন ইশা’র কমিটি গঠন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আরিয়ান আহমেদ রাহাত, সহ-সভাপতি মিজানুর রহমান এবং সাধারন সম্পাদক হিসেবে কাউসার আহমাদ নির্বাচিত হয়েছেন।

জানা যায়, তাড়াইল উপজেলা সদর বাজার ট্রলার ঘাট রোডের দলীয় কার্যালয়ে শনিবার (১৭ জুন) বিকেল ৩ টায় ইসলামী ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বিন ফরিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর আহমাদ।

এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রউফ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সহ যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বিন ফরিদ তার বক্তব্যে বলেন, জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূর্ণ দ্বীন বাস্তবায়নে আমাদের সচেষ্ট হতে হবে

প্রধান বক্তা জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর আহমাদ তার বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য হাসিলের জন্য ইশা ছাত্র আন্দোলন প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচী। সেগুলো হল, ইলম ও তারবিয়াত (জ্ঞানার্জন ও প্রশিক্ষণ), আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি), তাবলীগ (দাওয়াত), তানজীম (সংগঠন) এবং ইনকিলাব (বিপ্লব)। উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অতিদ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়।