নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করুন : নতুনধারা

নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৩ আগস্ট সকালে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি ও টাকা পাচাররোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান। চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও  দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতায় সাধারণ মানুষ শারিরীকভাবে অসুস্থ্য, বাণিজ্য মন্ত্রীর ব্যর্থতায় বাণিজ্য ধ্বংস, খাদ্য মন্ত্রীর ব্যর্থতায় খাদ্যদ্রব্যের দাম প্রতিনিয়ত বাড়ছেই, কৃষি মন্ত্রীর ব্যর্থতায় কৃষক আত্মহত্যা করছে আর নির্বাচন কমিশনের ব্যর্থতায় দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। উত্তরণের জন্য প্রয়োজন সকল ব্যর্থদেরকে অপসারণের পরে নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করে প্রকৃত অর্থেই জনবান্ধব রাজনৈতিক প্লাটফর্মগুলোকে নিবন্ধন দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। তা না হলে এমন অথর্ব ব্যক্তিদের দ্বারা পরিচলিত হবে বাংলাদেশ, আর ধ্বংস হবে দেশের অর্থনীতি-রাজনীতি-কূটনীতিসহ সকল স্তর। যা আমাদের কারোই কাম্য নয়।