নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জাতীয় শোক দিবস পালনে কে সি ফাউন্ডেশনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. খসরু চৌধুরীর প্রতিষ্ঠিত কে সি ফাউন্ডেশন।

প্রতিবারের মতো এবারও যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উপলক্ষে কে সি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের প্রতিটি থানা ও ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহআলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড, ১৮ আগস্ট শুক্রবার ১৮ ও ৯৬ নম্বর ওয়ার্ড, ১৯ আগস্ট শনিবার ৪৫ নম্বর ওয়ার্ড, ২০ আগস্ট রবিবার ৪৬ নম্বর ওয়ার্ড, ২২ আগস্ট ১ ও ৫১ নম্বর ওয়ার্ড, ২৩ আগস্ট ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড, ২৫ আগস্ট শুক্রবার ৫২ নম্বর ওয়ার্ড, ২৬ আগস্ট ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড, ২৭ আগস্ট রবিবার ৪৭ নম্বর ওয়ার্ড এবং ২৯ আগস্ট মঙ্গলবার ৪৪ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট মঙ্গলবার ঢাকা-১৮ আসনের ৪৮ নম্বর ওয়ার্ড কে সি ফাউন্ডেশনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি।