আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

জেলা শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক নলছিটির আইরিন চৌধুরী পুরুষ বিভাগে নাজমুল হাসান

জাতীয় প্রথমিক শিক্ষা পদক -২০২৩ এ প্রধান শিক্ষক ক্যাটাগড়িতে ঝালকাঠি জেলা শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ১০৩ নং পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন চৌধুরী। তিনি উপজেলার ১৭০ টি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে টপকে ইতমধ্যে উপজেলা শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষকের মর্যাদায় ভূষিত হন।

এরপর তিনি ঝালকাঠি জেলা পর্যায়ে প্রতিযোগীতায় (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠি সদর, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ৩ জন শ্রেষ্ঠ উপজেলা প্রধান শিক্ষককে পিছনে ফেলে ঝালকাঠি জেলার মধ্যে শ্রেষ্ঠ নারী প্রাথমিক প্রধান শিক্ষক নির্বাচিত হন।

এদিকে পুরুষ প্রধান শিক্ষক ক্যাটাকড়িতেও জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি উপজেলার রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম নাজমুল হাসান।

এছাড়াও এবছর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি ক্যাটাগরিতে উপজেলা শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন ১০৩ নং পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মো: আলমগীর হোসেন আলো।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভার:) মো: আখতার হোসেন বলেন জেলা পর্যায়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ায় আমার উপজেলার ২ শিক্ষক আইরিন চৌধুরী ও এসএম নাজমুল হাসান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী ও পুরুষ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আমি তাদের ২ জনকেই স্বাগত জানাই।