নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগে উন্নয়ন সংক্রান্ত সহস্রাধিক ভিডিও আপলোড

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ্য মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফরমে গত ১৪ বছরে আওয়ামী লীগ  সরকারের উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরে মোট ১,১৩৭টি ভিডিও আপলোড করা হয়েছে। আজ এখানে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে এসব ভিডিও আপলোড করা হয়। এ বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিষয়বস্তুগুলি তৈরি করা হয়েছে।
নিন্মোক্ত লিঙ্কগুলোতে এসব ভিডিও কন্টেন্ট পাওয়া যাবে:

ফেসবুক পেজে: https://www.facebook.com/e.albd?mibextid=LQQJ4d [1]

X হ্যান্ডলে: https://x.com/vote_for_al?s=11&t=NNcHjJIfeNrOhIng9JCjHA [2]

ইউটিউবে: https://youtube.com/@voteforawamileague?si=s8L5ly4lSQNFvQYm [3] এবং

ওয়েবসাইটে: https://voteforawamileague.org/ [4]

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার (জীবন)-এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামসুল আলম অনিক এবং আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি উপকমিটির সাবেক সদস্য এএসএম রাইসুল হাসান সোয়েব নিজেদের আগ্রহেই বিষয়বস্তু তৈরি করেন।
এসব ভিডিও কন্টেন্টে পরিসংখ্যানগত তথ্য দিয়ে দেশের বিভিন্ন খাতের এবং  সরকারের মন্ত্রণালয়গুলোর সার্বিক উন্নয়ন তুলে ধরা হয়েছে। সরওয়ার-ই-আলম সরকার জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক উন্নয়ন কর্মকা- একত্রে ভিজুয়াল প্রজেকশনের চিন্তা থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন সংক্রান্ত ১,০৭৬টি ভিডিও এবং শেখ হাসিনা সরকারের ২০২৩ ও ২০০৬ সালের অর্জনের তুলনামূলক আরও ৬১টি ভিডিওসহ মোট ১,১৩৭টি ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে।’ এই ভিডিওগুলো ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে ওপেন সোর্স হিসাবে বিদ্যমান থাকবে। প্রয়োজনে যে কেউ এসব বিষয়বস্তু যে কোনও ইতিবাচক কাজের জন্য ব্যবহার করতে পারেন।