“স্ট্রোক ব্রেনের রোগ, হার্টের রোগ নয় “এমনই স্লোগানে ২৮ অক্টোবর (রবিবার)পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন ও নিউরোলজিস্ট বিভাগের উদ্যোগে স্টক দিবস পালিত হয়।
দিবসটিতে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মেডিকেল কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়। পটুয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের হাসপাতালের গেট ঘুরে পুনরায় মেডিকেল কলেজ এর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি চারজনের একজন জীবন অন্তত একবার স্ট্রোকের কবলে পড়ে। প্রতি বছর অন্তত দেড় কোটি মানুষ স্ট্রোক করে থাকেন। যাদের মধ্যে অন্তত ৬০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন।
সরাবিশ্বের মতো বাংলাদেশের মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক। মৃত্যুর কারণের দিকে থেকে স্ট্রোকের অবস্থান তৃতীয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডাঃ মশিউর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃআতিকুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃমশিউর রহমান খোকন, ডাঃ মনিরুজ্জামান হীরা প্রমুখ।
এই ক্যাটাগরীর আরো খবর..