নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

জন্ম নিবন্ধন কার্ডের বিরম্বনা থেকে রক্ষা পেতে বরগুনা জেলা প্রশাসক বরাবর খোলা চিঠি

জন্ম নিবন্ধন কার্ডের বিরম্বনা থেকে রক্ষা পেতে বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বরাবর খোলা চিঠি লিখেছেন বেতাগী উপজেলার বাসিন্দা ও বেতাগী পৌরসভার সাবেক কাউন্সিলর অভিজিৎ গুহ সুমন । সুমন তার নিজের (ফেসবুক) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার আবেদন পোস্ট করেন তার ফেসবুকের আবেদনটি হুবহু তুলে ধরা হলো:-

মান্যবর,

জেলা প্রশাসক, বরগুনা। মহোদয়ের দৃষ্টি আকর্ষন করতেছি।

বিষয়:– জন্ম নিবন্ধন প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, বর্তমান সময়ে জন্ম নিবন্ধন সনদ অতি জরুর একটি সনদ। সকল শিশুদের স্কুলে ভর্তী আদেবন করতে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক। কিন্তু দুঃখের বিষয় মাসের পর মাস ঘুরিয়া আমরা একটি সনদ পাইনা। এ বিষয়ে বেতাগী পৌরসভার স্বাস্থ্য সহকারীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি জানান সার্ভারে সমস্যা। আমরা কোন কাজ করতে পারছিনা। ফলে এক একটি শিশু স্কুলে ভর্তী আবেদন হতে বঞ্চিত হচ্ছে।

বর্তমান স্মার্ট বাংলাদেশে সার্ভার সমস্যার কারনে শত শত সন্তান স্কুলে ভর্তী হওয়া থেকে বঞ্চিত হবে এটা কাম্য নয়।

অতএব,

আপনার নিকট আকুল আবেদন, জনসাধারণ যাহাতে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে তাহার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

বিনীত।

জনগনের পক্ষে অভিজিৎ গুহ সুমন,

সাবেক কাউন্সিলর, বেতাগী বরগুনা।