আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ঘুস, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত ‘দেশপ্রেমের শপথ নিন-দূর্নীতিকে বিদায় দিন’ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থী সমাবেশ, মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শনিবার (৯ ডিসেম্বর) এসব কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় তাড়াইল উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থী সমাবেশ, মানববন্ধন ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা নূর উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মনোরঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালিব, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলম, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, আসুন- দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই। দুর্নীতি একটি দেশের উন্নয়নে অন্তরায়। তাই, প্রত্যেককে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দুর্নীতিকারী ব্যক্তি দেশের শক্র। তাকে বোঝাতে হবে যে, সে খারাপ কাজ করছে। দুর্নীতি প্রতিরোধ করতে হলে আমরা যে যে কর্মস্থলে আছি তা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, তবেই দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। তিনি আরও বলেন, দেশ ও জাতির উন্নয়নে, সকল স্তরের মানুষকে দুর্নীতিমুক্ত থাকতে হবে তবে দেশ ও জাতির উন্নতি হবে এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়ারর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কালাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল, আমাদের নতুন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি রুহুল আমিন ও বিডি পিপল নিউজের উপজেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন প্রমুখ।