বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএসইসি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইজিং বিডির আরিফ আহমেদ কিশোরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি অনুষ্ঠিত কিশোরগঞ্জের হাওরে কৃষকদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শরবত ও ঠান্ডা পানি বিতরণ ডিএসইসি’র সভাপতি অনিক সম্পাদক জাওহার ইকবাল মির্জাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে যুবক ফিরলো লাশ হয়ে আকাশ: কবি মাহফুজ রকি মির্জাগঞ্জে প্রাইমারি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত শান্তা মনি দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান উপজেলা নির্বাচন: হরিরামপুরে জনপ্রিয়তার শীর্ষে দেওয়ান সাইদুর মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন

তাড়াইলে প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উৎযাপন

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭৯০ বার পঠিত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসন৷

শনিবার ১৬ ডিসেেম্বর (২০২৩) তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮ টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। তার আগে বিজয় দিবসের প্রথম প্রভাতে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মাশতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসাইন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ রুহুল আমিন ভুঁইয়া, তাড়াইল থানা অফিসার ইনচার্জ মানসুর আরীফ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা এলজিইডি কর্মকর্তা শফিউল্লাহ খন্দকার, উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদির, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আকতার খাতুন প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাাসনের কর্মকর্তা-কর্মচারী,উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারী ব্যংক, বীমা ও অন্যান্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাবৃন্দ।

উপস্হিত বক্তব্যে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লক্ষ বীর শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি এ স্বাধীনতা। সুতরাং আমাদের সকলকেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা হরেক রকমের বিনোদনমূলক খেলা প্রদর্শন করেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..