যাতে করে আমি সমাজ পরিবর্তনের একটি বিবর্তন আনতে পারি তাই সাংবাদিক ভাইদের কাছে আমি পরামর্শ চাচ্ছি। পটুয়াখালীর মত একটি আধুনিক শহর থেকে যেন সবাই পাকা রাস্তায় প্রতিটি গ্রামে যেতে পারে সেই ব্যবস্থাই করা হবে।
(রবিবর)৩১ ডিসেম্বর বেলা ১২টায় “পটুয়াখালী জেলা প্রেসক্লাব”র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে পটুয়াখালী-১ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও নৌকা মার্কার প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন।
পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সৈয়দ এনায়েতুর রহমানের সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিন, সহ-সভাপতি জিয়াউর রহমান জুয়েল মৃধা, সহ-সভাপতি কাজী মামুন প্রমুখ। প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাসান শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার আরো বলেন, বিগত দিনে একটি দল কে প্রতিষ্ঠিত ও সুসংগঠিত করার জন্য প্রতিযোগিতায় ছিলাম, সেজন্য আমি আপনাদের কাছে আসতে পারিনি তবে আমার উন্নয়ন কাজ চলমান ছিল। মরহুম শাজাহান মিয়া আমার পক্ষে ভোট চেয়ে আমাকে নির্বাচিত করেছিলেন এজন্য তাকে আমি শ্রদ্ধা জানাই এবং তার পরিবার ও আওয়ামী লীগ নেতাকর্মীর প্রতি চির কৃতজ্ঞ। এইবার আমার অঙ্গীকার আমি জয়যুক্ত হলে নিয়মিত পটুয়াখালী আসবো, তাদের সাথে চলবো, এবং তাদের বেদনায় ব্যাথিত হব।
স্বচ্ছ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে সংবাদ মাধ্যমের বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..