সাইদুল ইসলাম মন্টু, বিশেষ প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

বেতাগীতে সাড়ে পনের হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বরগুনার বেতাগীতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপজেলায় এ বছর ১৫ হাজার ৫৯২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২১ আয়োজিত এডভোকেসি ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্ সূত্রে জানা গেছে , এ উপজেলায় ছয় থেকে এগারো (৬-১১) মাস বয়সী মোট ১ হাজার ৬৯৭ জনকে একটি করে নীল রঙের এবং ১৩ হাজার ৮৯৫ জন বারো থেকে ঊনষাট (১২-৫৯) মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে ২১ জন সুপার ভাইজার ও ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কোজ করবে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: তেন মং- এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুর রহমান, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান ও বেতাগী পৌর সভার কাউন্সিলর আব্দুল মন্নান প্রমুখ।
মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল কাশেম। এসময় তিনি জানান, ‘‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে। পরিবারের রান্নায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শিশুর জন্য যথেষ্ট উপকারী। মা ও শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিজ খাবার খেতে দিতে হবে।’
এ সময় দুই সপ্তাহব্যাপী এ ক্যাম্পইন সফল করতে প্রচারণার জন্য সর্বত্র মাইকিং করে জনগণকে জানানো এবং প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে সরকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি ও এনজিও সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করে।