জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : বুধবার, ১ মে, ২০২৪ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

কিশোরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের র‍্যালি অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):

কিশোরগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

১মে (বুধবার) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরস্থ শহীদী মসজিদ এলাকা থেকে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র্যালীটি শুরু হয়ে গৌরাঙ্গ বাজার, আখড়া বাজার, বড় বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে পূনরায় শহীদী মসজিদ চত্বরে এসে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়ন কাজে ভূমিকা রাখছেন, তাই তাদের শরীরের ঘাম শুকনোর পূর্বেই পারিশ্রমিক পরিশোধ করুন। শ্রমিকদের জীবনের ভারসাম্য রক্ষায় প্রাপ্য অধিকার নিশ্চিত করুন। এছাড়াও বক্তারা শ্রমিকদের কল্যানে ভূমিকা রাখতে সরকারকে উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুসা খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কে.এম আনিসুজ্জামান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জোবায়ের আহমদ, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব (প্রমুখ)।