কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের (২০২০-২১ইং ব্যাচ) একদল শিক্ষার্থীর উদ্যোগে কলেজ গেইট, মুক্তমঞ্চ, সদর হাসপাতাল এলাকায় পথচারী এবং যানবাহন চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যলাইন বিতরণ করা হয়েছে।
এসময় শিক্ষার্থীরা বলেন, তীব্র তাপদাহে পুড়ছে দেশের মানুষ তাই সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা বেশি কিছু করতে না পারলেও বিশুদ্ধ পানি ও খাবার স্যলাইন বিতরণ করে মানবতার সেবায় পাশে থাকার জন্য ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং জনকল্যাণমূলক কাজে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখার প্রতিশ্রুতি প্রদান করছি।
তারা আরো বলেন, আমরা আজকের কর্মসূচি থেকে দেশের সকল ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবতার কল্যাণে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম আরিফ, জাহিদুল ইসলাম, নাইম হোসেন, এনায়েতুল্লাহ এনায়েত, আমিনুল ইসলাম সাকিব, দিপু ভূইয়া, আফিফা আনজুম এনি, সানজিদা আক্তার সাদিয়া (প্রমুখ)।