ইব্রাহীম খলিল : পটুয়াখালী প্রতিনিধিঃ , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পটুয়াখালীতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের স্মারকলিপি প্রদান

ইব্রাহীম খলিল : পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে সরকারের সকল মন্ত্রনালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লামা-ইন- ইঞ্জিনিয়ারিং ( সার্ভেয়িং) পাশকৃতদের চাকুরী ক্ষেত্রে সার্ভেয়ার/ সমমান পদে কর্মরত/ নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি পেশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ পটুয়াখালীর সমন্বয়ক ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়া মো. আরিফুল হক খোকন এবং ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার মো. সাদ্দাম হোসাইনের নেতৃত্বে অর্ধশতাধিক বিভিন্ন দপ্তরের সার্ভেয়ার, পাশকৃত সার্ভেয়িংদের চাকুরীক্ষেত্রে সার্ভেয়ার, সমমান পদে কর্মরত, নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্ঠার বরাবরে স্মারকলিপি পেশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন

সার্ভেয়ার( বেপজা) মো. রফিকুল ইসলাম, সার্ভেয়ার ( সড়ক) মো. নাজমুল হুদা, সার্ভেয়ার( পানি উন্নয়ন), সার্ভেয়ার( এসএশাখা) কমল দেবনাথ, রাজস্ব কর্মকর্তা( পানি উন্নয়ন) খাশরুল হাসানসহ অন্যান্য দপ্তরের সার্ভেয়ারবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে সমন্বয়ক মো. আরিফুল হক খোকন সাংবাদিকদের জানান, দীর্ঘ আন্দোলন শেষে ২০১৮ সালে রিট পিটিশনে উচ্চ আদালত সার্ভে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদ সমূহকে ২য় শ্রেনীর মর্যাদা এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করনের আদেশ দিলেও উক্ত রায় বাস্তবায়নে কালক্ষেপন করে সার্ভে ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ( সার্ভয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরত/ নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ ম গ্রেডে উন্নীত করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্ঠার কাছে আমরা জোরদাবী জানাচ্ছি।