ভোলা প্রতিনিধি , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ভোলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সাংবাদিকদের অবহিতকরণ সভা

ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-১১ ডিসেম্বর-২১ বাস্তবায়নে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অবহিত করণ সভায় ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপুসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা অংশ গ্রহণ করেন। এসময় সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান জানান ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিন ব্যাপী ১ হাজার ৬৯০টি কেন্দ্রে ২ লক্ষ ৭৯ হাজার ১৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন আরও জানান ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৩৯২ জন শিশুকে ১ লাখ ইউনিটের ১টি নীল রং এর ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৪৫ হাজার ৭৭০ জন শিশুকে ২ লাখ ইউনিটের লাল রং এর ১টি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।