জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মির্জাগঞ্জে ১ দফা দাবিতে শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ১ দফা দাবিতে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষিকাদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৩/৯ ২৪ ইংরেজি রোজ সোমবার সকাল ১১টা ঘটিকায় সময় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ এর সামনে ১ ঘন্টার এ মানববন্ধনে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকা বৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ মির্জাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান, যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন মল্লিক, যুগ্ম আহ্বায়ক, মোসাম্মৎ রোজিনা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মিঠু, যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক নাহিদা হক খুশি।

এছাড়াও, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কে, এম রাজ্জাক সম্পাদক, মোঃ সেলিম মাহমুদ।

মানববন্ধনে আহবায়ক নাসির উদ্দিন বলেন, অষ্টম শ্রেণীর পাস একজন ড্রাইভারকে দেওয়া হচ্ছে ১২ তম গ্রেড অথচ স্নাতক ডিগ্রি পাস সহকারী শিক্ষক কোন কোন ক্ষেত্রে সহকারী শিক্ষক হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে ১৩ তম গ্রেট,

যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন মোল্লা বলেন, আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে রেখেছে, এই বৈষম্য দূরকরনের জন্য আমাদের এই আন্দোলন,

কে, এম রাজ্জাক বলেন, একজন শিক্ষক কোন তৃতীয় শ্রেণীর কর্মচারী হতে পারেনা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হওয়া উচিত।
মানববন্ধন শেষে স্মারকলিপি মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়।