আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

তাড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালন উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব ও তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুইয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আতাহার উদ্দিন খান, রাউতি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ছাইদুর রহমান, ধলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রহমান, জাওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ছাইদুর রহমান, দামিহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনুরঞ্জন রায়, দিগদাইড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাদিউল ইসলাম ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মশিউজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস মূলত নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হয়। আইন অনুযায়ী, বর্তমানে সব পর্যায়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস নিবন্ধন করা বাধ্যতামূলক। এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ঘোষণা করে সরকার।