আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা ও ঋণের চেক বিতরণ করার মধ্য দিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পালিত হলো জাতীয় যুব দিবস।
শুক্রবার ১ নভেম্বর সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালনে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল্লাহ্ ভূঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় “দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো। আরো বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী সাধনা আক্তার, উদ্যোক্তা সোহেল রানা, মিতু বেগমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।
শেষে ৪০ জন কম্পিউটার প্রশিক্ষনার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা ও অন্যান্য প্রশিক্ষনার্থীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ,প্রশিক্ষনার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।