বরগুনার বেতাগীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলিক সাক্ষরতা প্রকল্প-২ এর আওতায় ১৫ থেকে ৪৫ বছর বয়েসি নিরক্ষর নারী ও পুরুষদের শিক্ষাদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কেওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও জাগোনারীর সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি ছিলেন, বরগুনা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো‘র সহকরী পরিচালক মো: জিহাদুল ইসলাম- জিহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুর রহমান, বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: হুমায়ূন কবির খলিফা, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু. কেওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহম্মেদ, জলিসার হাঁট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম ও প্রকল্পের কর্মসূচি সন্বয়কারী মো: গোলাম মোস্তফা।
সাইদুল ইসলাম মন্টু, বিশেষ প্রতিবেদক: ,
আপলোডের সময় :
শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ,
আজকের সময় :
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
বেতাগীতে নিরক্ষর নারী ও পুরুষদের শিক্ষাদানের উদ্বোধন
Print [1]