জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

কিশোরগঞ্জে ‘পদক্ষেপ’ -এর সৌজন্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদক্ষেপ’ -এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত উক্ত কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করন এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহনে উদ্বুদ্ধ করা হয়। এসময় প্রায় ১ হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আশরাফ আলী সোহান বলেন, ‘পদক্ষেপ মূলত সমাজের বিভিন্ন সংকটময় মূহুর্তে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই চিন্তা থেকেই প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে অনেকেই পাশে দাড়ায় না, সেসব সমস্যা নিয়ে এই সংগঠন কাজ করবে। রক্তদান, বৃক্ষরোপণ, ছাত্রদের পড়াশোনা ইত্যাদি কাজে সহায়তা করবে।

এছাড়াও সংগঠনের আরেক উপদেষ্টা জোবায়ের আহমাদ বলেন, বর্তমানে সামাজিক অবক্ষয় চলছে, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতন এগুলো যেন সামাজিক ফ্যাশনে পরিনত হয়েছে, এই সংগঠন সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ বলেন, পদক্ষেপ একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি, আজকের কার্যক্রম ধারাবাহিক কর্মসূচির একটি অংশ

এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা, হাফেজ ওয়ালী উল্লাহ, যুগ্ম আহ্ববায়ক আতিকুর রহমান, মীর নৌশেল, মোঃ জিসান, সাদিক ভূইয়া, সদস্য সচিব সোহানুর রহমান, সদস্য দিহান, রাসেল, সাবিত, নোমান, মেহেদি, মারুফ (প্রমুখ)।