মো: রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা): , আপলোডের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মুরাদনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ

মো: রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা):
সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের বিরুদ্ধে স্কুলের এক লক্ষ টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি গত পাচঁ মাসে বিদ্যালয়ে থাকা ৬টি বিভিন্ন প্রকারের গাছ বিক্রি করেছেন। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি বলে দাবি স্থানীয়দের।

রবিবার সকালে এ ব্যাপারে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন আবদুল মালেক নামে এক অভিভাবক।

অভিযোগ সূত্রে জানা যায়, মো: আবু হানিফ প্রধান শিক্ষক হিসেবে ২০নং হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ৬টি গাছ কর্তন করে বিক্রয় করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করিলে উল্টো বিভিন্ন প্রকার মামলা ও অকথ্য ভাষায় গালমন্ধ করেন। বর্তমানে বিদ্যালয়ের আরো গাছ কর্তন করার পায়তারা করছেন বলে অভিযোগ সূত্রে জানা যায়।

এ ব্যাপারে হায়দরাবাদ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার স্কুলে গাছ কাটার মতো কোন প্রকার গাছ নেই।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, লিখিত অভিযোগটি এখনও আমি দেখিনি! অভিযোগটি পেলে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।